ঢাকা: এয়ার কানাডার যাত্রীবাহী প্লেনটি যে সংখ্যক যাত্রী নিয়ে উড়াল দিয়েছিল অবতরণের আগে প্লেনটিকে একজন যাত্রী বেশি বহন করতে হলো।
কানাডার ক্যালগেরি থেকে জাপানের নারিতার উদ্দেশ্যে রোববার (১০ মে, বিশ্ব মা দিবস) উড়াল দেয় এয়ার কানাডার যাত্রীবাহী একটি প্লেন।
প্রসব যন্ত্রণায় কাতর ২৩ বছর বয়সী ওই নারীর চিকিৎসায় এগিয়ে আসেন প্লেনে থাকা চিকিৎসক এক যাত্রী। এতে সফলভাবে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী।
শিশুটির বাবা-মার পরিচয় না জানা গেলেও ঘটনার পর বাবা বলেন, বিষয়টি চিন্তা করতে পারছিনা, সত্যিই অপ্রত্যাশিত।
জন্মের পর প্লেনে থাকা সব যাত্রী করতালি দিয়ে শিশুটিকে পৃথিবীতে স্বাগত জানান। আর শিশু ও পরিবারের শুভ কামনা জানিয়েছে এয়ার কানাডা।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১১, ২০১৫
জেডএস