ঢাকা: পাইলট বাবার স্মরণে পরিত্যক্ত মেটাল (ধাতু) দিয়ে প্লেন তৈরি করে সফলভাবে তা উড়িয়েছেন চীনা এক প্রকৌশলী। এক বছর অক্লান্ত পরিশ্রমের পর প্লেনটি তিনি তৈরি করেন।
৪৫ বছর বয়সী শিজুন ইয়াং গত রোববার (১০ মে) ছয়শ’ ফুট ওপরে চীনের জিলিন প্রদেশের উত্তর পূর্ব আকাশে সফলভাবে প্লেনটি ওড়ান। তবে একবার নয়, আড়াই ঘণ্টায় তিনি দশবার প্লেনটি ওড়িয়েছেন।
বৈমানিক বাবার স্মরণে শিনজু প্লেনটির নাম রাখেন ‘জিনহাই’। প্লেনটি তৈরিতে তার ব্যয় হয়েছে দশ হাজার দুশ’ পাউন্ড।
প্লেনটির বিষয়ে ইয়াং বলেন, পরিত্যক্ত মেটালে তৈরি প্লেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে উড়তে সক্ষম।
১১০ কেজি ওজনের প্লেনটির পাখার দৈর্ঘ্য ৯.৫ মিটার। গত সেপ্টেম্বরে বাবার মৃত্যুবার্ষিকীতেও ৫৪ মিনিট প্লেনটি ওড়িয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৫
জেডএস/