ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বিআইটিএফ-২০১৫

ঘরে বসেই মিলছে দেশ-বিদেশে ভ্রমণের তথ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২২, ২০১৫
ঘরে বসেই মিলছে দেশ-বিদেশে ভ্রমণের তথ্য ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি টিকিট, হোটেল, হলিডে প্যাকেজ বুকিংসহ নানা সেবা পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলায়। এখন ঘরে বসেই ভ্রমণপিপাসুরা ভ্রমণের বিষয়ে যাবতীয় কাজ করতে পারবেন।


 
অনলাইনের মাধ্যমে এ সেবা পাওয়া যাচ্ছে সারথি অনলাইন ডটকম-এ।
 
শুক্রবার (২২ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী শুরু হওয়া এ মেলায় হারমনি হলে ৫ ও ৬ নম্বর স্টলে ঢুঁ দিতেই পাওয়া গেলো এসব তথ্য।
 
সারথি অনলাইন ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও মো. আবুল বাসেত বাবু বাংলানিউজকে বলেন, দেশের জনপ্রিয় সব ট্রাভেলস এজেন্সি, বিমানের টিকিটসহ নানা বিষয়ে খোঁজ খবর নিতে পারবেন আমাদের ওয়েব পোর্টাল থেকে।
 
তিনি জানান, মেলা উপলক্ষে আমাদের মাধ্যমে কেউ বুকিং দিলে বিভিন্ন প্যাকেজের ওপর ছাড় দেওয়া হচ্ছে। সারথি অনলাইন ডটকমের মাধ্যমে ভ্রমণের জন্য কোনো প্যাকেজ গ্রহণ করলে কোনো হিডেন চার্জ নেই।
 
স্টলের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে টাকা প্রদান করে যেকোন প্যাকেজ গ্রহণ করা যাবে।
 
মেলা উপলক্ষে যেসব ছাড় দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হলো- টিকিটের ওপর শতকরা সাত ভাগ, হোটেলের ওপর শতকরা আট ভাগ এবং হলিডে প্যাকেজের ওপর ছাড় নয় ভাগ। স্টলে এসে বুকিং দিলেই এসব ছাড় পাওয়া যাবে।
 
২০১১ সালের নভেম্বর মাস থেকে এ অনলাইন পোর্টালের যাত্রা শুরু হয়। বর্তমানে এ অনলাইন সাইটটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে।
 
আবুল বাসেত বাবু বলেন, বিদেশি ও দেশি পর্যটকদের জন্য তথ্যের ভান্ডার হিসেবে কাজ করছে সারথি অনলাইন ডটকম। পর্যটকদের কাছে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি ভালো মানের সেবা দেওয়ার লক্ষ্যেই আমাদের এগিয়ে চলা।
 
সাইটটি ভিজিট করতে ক্লিক করুন: www.sharothionline.com 
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ২২, ২০১৫
একে/এমজেএফ/

** পর্যটন মেলায় প্রবেশ ফ্রি
** দক্ষিণ এশিয়ার পর্যটন বিকাশে নতুন কমিটি
** পর্যটকদের মন জয়ে সিক্স সিজন্স হোটেল
** বিলাসীদের আগ্রহ মার্কের মালয়েশিয়া-প্যাকেজে
** ভিড় বাড়ছে ভ্রমণবিলাসীদের
** পর্যটন মেলায় নজর কেড়েছে ফোর্ড
** বিমানের টিকিট মিলছে ২০ ভাগ কম দামে
** ‘ট্রিপের জন্য টাকা জমানোর দিন শেষ’
** প্লাটিনাম হোটেলের ১০৪ কক্ষেই সেবা
** বাংলাদেশের মেলায় প্রথমবার মালয়েশিয়ার মার্ক হোটেল
** রিজেন্টের সব টিকিটে ১০ শতাংশ ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।