ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

অভ্যন্তরীণ রুটে ভাড়া কমিয়েছে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
অভ্যন্তরীণ রুটে ভাড়া কমিয়েছে বিমান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ সব রুটে ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা থেকে তিনটি রুটে ‍অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।



রোববার (১২ জুলাই) সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা থেকে দেশের যে কোন অভ্যন্তরীণ গন্তব্যে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য কমানো হয়েছে।

আর অভ্যন্তরীণ যে কোন গন্তব্য থেকে ঢাকা রুটে ১ হাজার টাকা পর্যন্ত পর্যন্ত ভাড়া কমিয়েছে রাষ্ট্রায়ত্ত এ বিমান সংস্থাটি।

এছাড়া প্রতি শনিবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা আসা বিজি-৬০৭ ফ্লাইটে ট্যাক্সসহ মাত্র ২ হাজার টাকায় ভ্রমণ করা যাবে।

আর বিজি-৬০৫ ফ্লাইটে সিলেট-ঢাকা রুটে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ট্যাক্সসহ মাত্র ২ হাজার ৫০০ টাকায় চলাচল করতে পারবেন যাত্রীরা।

ঈদ উপলক্ষে শুরু হওয়া ‘ডিসকাউন্ট ফেয়ার’ আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
 
অভ্যন্তরীণ গন্তব্যের ‘বিশেষ ঈদ অফার’ বিষয়ে বিস্তারিত বিমান ওয়েবসাইট www.biman-airline.com থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।