সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে চাকা পাংচার হয়ে যাওয়ায় সৈয়দপুর-ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বিমানের ০১৭৭৭৭৭৩৮ নং ফ্লাইটটি এ পরিস্থিতিতে পড়ার পর এর উড্ডয়ন স্থগিত করা হয়।
সূত্র জানায়, ৪০ যাত্রীকে নিয়ে বিকেলে ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল। কিন্তু পেছনের চাকা পাংচার হয়ে যাওয়ায় উড্ডয়ন সম্ভব হয়নি। এ কারণে এদিন গন্তব্যে পৌঁছাতে পারেননি যাত্রীরা।
চলন্ত অবস্থায় চাকা পাংচার হওয়ায় রানওয়েতে কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা লাগে উড়োজাহাজটির। এতে চারটি বৈদ্যুতিক বাল্ব ভেঙে যায়।
সৈয়দপুরে বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা থেকে চাকা আসার পর প্লেনটি আবার উড্ডয়নের কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএইচ/এইচএ/