ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

প্রতিদিন লিসবনে দুটি ফ্লাইট চালাবে এমিরেটস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
প্রতিদিন লিসবনে দুটি ফ্লাইট চালাবে এমিরেটস

ঢাকা: পর্তুগালের রাজধানী লিসবনে আগামী বছরের ১ জানুয়ারি থেকে প্রতিদিনই দুটি ফ্লাইট চালাবে এমিরটস এয়ারলাইনস।

মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ২০১২ সালের জুলাই মাসে লিসবনে প্রথম ফ্লাইট চালু করে এমিরেটস। পরবর্তীতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই ফ্লাইটটি এমিরেটসের অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ই আর উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টিরা জানান।

ফ্লাইট ইকে-১৯৩ প্রতিদিন দুপুর ২টা ৪০মি ছেড়ে লিসবনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০মিনিটে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট লিসবন থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন ভোর ৮টা ৪৫মিনিটে দুবাইয়ে পৌঁছবে।

এমিরেটস বর্তমানে ইউরোপের মোট ৩৭টি গন্তব্যে প্রতিদিন ৬৫টি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে এখন প্রতিদিন দুবাই অভিমুখে ৩টি ফ্লাইট চালাচ্ছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।