ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

নববর্ষে নভোএয়ার’র টিকিটে ১২ শতাংশ ছাড়

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
নববর্ষে নভোএয়ার’র টিকিটে ১২ শতাংশ ছাড় নববর্ষে নভোএয়ার’র টিকেটে ১২ শতাংশ ছাড়

ঢাকা: বাংলা নতুন বছর উপলক্ষে স্মাইলস গ্রাহকদের জন্য অভ্যন্তরীণ সব রুটের টিকিটের মূল্যে ১২ শতাংশ ছাড় দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

এ অফারটি উপভোগ করতে স্মাইলস গ্রাহকদের ১ থেকে ৩১ বৈশাখ ১৪২৪ বাংলা (১৪ এপ্রিল থেকে ১৩ মে) এর মধ্যে টিকিট কিনতে হবে।

নভোএয়ারের যাত্রীদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশে সর্বপ্রথম ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম চালু করেছে।

বিশেষ সুবিধা পেতে যাত্রীদের নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে এ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে হয়।

বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও আন্তর্জাতিক রুটে কলকাতায় প্রতিদিন এক বা একাধিক ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

এদিকে নববর্ষ উপলক্ষে নভোএয়ারের বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে দেশের ট্রাভেল এজেন্সিদের উপহার ও মিষ্টি বিতরণ, যাত্রীদের মিষ্টি বিতরণ ও নভোএয়ার এবং ট্রাভেল এজেন্সিদের অফিস সাজসজ্জা ইত্যাদি।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।