ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শাহজালালে প্লেন উড্ডয়ন-অবতরণ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ১, ২০১৭
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শাহজালালে প্লেন উড্ডয়ন-অবতরণ বন্ধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: ঝড়ো বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন-অবতরণ বন্ধ রয়েছে।

সোমবার (১ মে) রাত ৮টার দিকে প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হলে এ অবস্থার সৃষ্টি হয়।

এসময় বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণের জন্য আকাশে ঘণ্টাধিককাল অপেক্ষমাণ থাকে।

ফ্লাইটগুলো হলো- ফ্লাই দুবাই এফজেড-৫৮৫, এয়ার এরাবিয়ারজি-৯৫১৫, পিজি ৭৪৫। এছাড়া কলকাতা থেকে আসা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২৩৫ অবতরণ করতে না পেরে কলকাতা ফিরে যায়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।