ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বন্যার্তদের জন্য নভোএয়ার এর সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
বন্যার্তদের জন্য নভোএয়ার এর সহায়তা সিভিল সার্জনের কাছে ঔষধ হস্তান্তর করছেন নভো এয়ারের কর্মকর্তারা

ঢাকা: বন্যা কবলিত কুড়িগ্রাম ও  নীলফামারী জেলায় জরুরি ঔষধ বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

গত মঙ্গলবার (২২ আগস্ট) কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বন্যার্তদের জন্য পৃথক পৃথকভাবে দুই জেলার সিভিল সার্জনদের কাছে ঔষধ হস্তান্তর করেন নভোএয়ার এর সিনিয়র ম্যানেজার, (মার্কেটিং ও সেলস) এ কে এম মাহফুজুল আলম এবং ম্যানেজার ( এয়ারপোর্ট অপারেশন ও কাস্টমার সার্ভিস) এ আর এম সাদাত।

এ সময় ওই এলাকাগুলোর গণ্যমান্য ব্যক্তি, সিভিল সার্জন অফিস ও নভোএয়ার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যা দুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসার অংশ হিসাবে খাবার স্যালাইন, সর্দি-জ্বর সহ বিভিন্ন পানি বাহিত রোগের অত্যাবশকীয় ঔষধ প্রদান করা হয়েছে।

শুধু যাত্রী পরিবহনই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে নভো এয়ার।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।