ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

শাহজালালে সাড়ে ৪ ঘণ্টা পর প্লেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
শাহজালালে সাড়ে ৪ ঘণ্টা পর প্লেন চলাচল স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর

ঢাকা: কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণের অনুমতি দেয় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

কুয়াশা কেটে যাওয়ার পর প্রথমে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে।

তখন থেকেই নিয়মিত প্লেন চলাচল স্বাভাবিক হতে থাকে।  

এর আগে ঘন কুয়াশার কারণে রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে ভিজিবিলিটি না থাকায় সকল ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়।


এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যান্তরীণ রুটের ফ্লাইটগুলো আটকে পড়ে।

 
প্লেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার এএসপি (এপিবিএন) ভুইঁয়া মাহবুব হাসান বাংলানিউজকে বলেন, সকালে কুয়াশা কমে যাওয়ায় ভিজিবিলিটি বাড়তে থাকে। পরে সাড়ে ৮টার পর থেকে ফের প্লেন চলাচল স্বাভাবিক হয়েছে।

**ঘন কুয়াশায় ঢাকায় প্লেন চলাচল সাময়িক বন্ধ

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআইজে/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।