সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণের অনুমতি দেয় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
কুয়াশা কেটে যাওয়ার পর প্রথমে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে।
এর আগে ঘন কুয়াশার কারণে রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে ভিজিবিলিটি না থাকায় সকল ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়।
এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যান্তরীণ রুটের ফ্লাইটগুলো আটকে পড়ে।
প্লেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার এএসপি (এপিবিএন) ভুইঁয়া মাহবুব হাসান বাংলানিউজকে বলেন, সকালে কুয়াশা কমে যাওয়ায় ভিজিবিলিটি বাড়তে থাকে। পরে সাড়ে ৮টার পর থেকে ফের প্লেন চলাচল স্বাভাবিক হয়েছে।
**ঘন কুয়াশায় ঢাকায় প্লেন চলাচল সাময়িক বন্ধ
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআইজে/বিএস