ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

রংপুরে নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
রংপুরে নভোএয়ারের নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু

ঢাকা: রংপুর ও এর আশপাশের এলাকার যাত্রীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে রংপুরে নিজস্ব বিক্রয় কেন্দ্র চালু করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ৪৭, ধাপ ক্যান্টনমেন্ট রোড, রংপুরে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম।  

এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক হাসিবুর রশিদ, শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুরের যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি নভোএয়ারের বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকিট কিনতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও ওই বিক্রয় কেন্দ্র থেকে সেবা দেওয়া হবে।

নভোএয়ার বর্তমানে সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে। গ্রীষ্মকালীন শিডিউলে এই রুটে প্রতিদিন আরও একটি করে ফ্লাইট বাড়বে। এছাড়া অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সিলেট এবং আন্তর্জাতিক রুটে কলকাতা প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।