ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ইউএস-বাংলার তিন ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ইউএস-বাংলার তিন ফ্লাইট

ঢাকা: আধ্যাত্মিক নগরী সিলেটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

আগামী ২৯ মার্চ (শনিবার) থেকে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।  

রোববার (০৮ মার্চ) এয়ারলাইন্সটির পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বর্তমানে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রী সাধারণের অতিরিক্ত চাহিদার কথা বিবেচনা করে ২৯ মার্চ থেকে প্রতিদিন অতিরিক্ত একটি ফ্লাইট বৃদ্ধি করে মোট তিনটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-সিলেট-ঢাকা রুটে। যা যাত্রীদের চাহিদাকে পরিপূর্ণতা দিতে সহায়তা করবে।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় প্রতিদিন দুপুর ১২টা ৫ মিনিট, ২টা ৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল করবে। ঢাকা থেকে সিলেটের নূন্যতম ভাড়া ২৭০০ টাকা (সব প্রকার ট্যাক্স ও সারচার্জসহ)।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।