ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

চেন্নাই থেকে ফিরলেন আরও ১৬৬ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
চেন্নাই থেকে ফিরলেন আরও ১৬৬ বাংলাদেশি .

ঢাকা: পঞ্চম ধাপে ভারতের চেন্নাই আটকে পড়া ১৬৬ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলাএয়ারলাইন্স।

শনিবার (২৫ এপ্রিল)  বিকেল পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দর সূত্র জানা যায়, ফেরত আশা ১৬৬ বাংলাদেশির মধ্যে যারা নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত নন এমন সার্টিফিকেট নিয়ে এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না।

তারপরও যদি কারো করোনার উপসর্গ থাকলে তাহলে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হবে।  

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (জনসংযোগ)  মো. কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার চেন্নাই থেকে পঞ্চম ধাপে পাঁচজন শিশুসহ মোট ১৬৬ জন ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। দুপুর ২টা ৪৮মিনিটে ফ্লাইটে এসে পৌঁচ্ছায়।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।