ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

প্লেন যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ প্রতিমন্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মে ২৯, ২০২০
প্লেন যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ প্রতিমন্ত্রীর

ঢাকা: করোনা ভাইরাসের সব ধরনের স্বাস্থ্যবিধি বিশেষ করে শারীরিক দূরত্ব মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে। সেখানে প্লেন যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব নিশ্চিত করে ভ্রমণের অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী।

দেশের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলুন বলেছেন তিনি।

শুক্রবার (২৯ মে) এক ভিডিও বার্তায় এ কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

১ জুন থেকে সীমিত পরিসরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল শুরু হবে।

এর আগে গত ২৫ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ রোধে অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ২৯, ২০২০
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।