ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

১১ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ৯, ২০২০
১১ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চালু

ঢাকা: বৃহস্পতিবার (১১ জুন) থেকে ঢাকা-যশোর রুটে সীমিত পরিসরে শুরু হচ্ছে ফ্লাইট চলাচল।

মঙ্গলবার (৯ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যশোর রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।

এর আগে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকার ৬৭ দিন পর গত ১ জুন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।