ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

রোমে বিমানের চার্টার্ড ফ্লাইট ৬ জুলাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ২৯, ২০২০
রোমে বিমানের চার্টার্ড ফ্লাইট ৬ জুলাই

ঢাকা: আগামী ৬ জুলাই ইতালির রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৯ জুন) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আগামী ৬ জুলাই ইতালির রোমে অ্যাডিশনাল চার্টার্ড ফ্লাইট বিজি ৪১৬৫/০৬ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগ্রহী যাত্রীরা ১ জুলাই পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন।

২৭৪ আসনের উড়োজাহাজে ২৫৪টি ইকোনমি ক্লাস ও ২০টি বিজনেস ক্লাস রয়েছে। ইকোনমি ক্লাসে টিকিট মূল্য ৯২ হাজার ৩০ টাকা ও বিজনেস ক্লাসে টিকিট মূল্য ১ লাখ ১৯ হাজার ৯৮২ টাকা। রেজিস্ট্রেশন ও ভ্রমণের যাবতীয় তথ্য www.biman-airlines.com এ পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।