ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

চট্টগ্রামে ইউএস-বাংলার আকর্ষণীয় ট্যুর প্যাকেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
চট্টগ্রামে ইউএস-বাংলার আকর্ষণীয় ট্যুর প্যাকেজ

ঢাকা: পর্যটকদের জন্য বন্দরনগরী চট্টগ্রামে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। করোনাকালীন বন্দরনগরী ভ্রমণ করলে আকর্ষণীয় ভাড়ায় হোটেল আগ্রাবাদে থাকা-খাওয়ার সুযোগ পাবেন পর্যটকরা। 

প্যাকেজে চট্টগ্রামে তিনদিন ও দুই রাত হোটেল আগ্রাবাদে থাকা, ঢাকা-চট্টগ্রাম রিটার্ন এয়ার টিকিট, ব্রেকফাস্ট সুবিধা, ডিনারে ১০ শতাংশ ছাড়, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার ও সুইমিং পুলসহ নানা সুবিধা রয়েছে। ৫ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভ্রমণ করলে এ সুবিধা পাওয়া যাবে।

 

হোটেল আগ্রাবাদে প্যাকেজমূল্য ডাবল রুমে দু’জন শেয়ার করলে ৯ হাজার ৯৯০ টাকা। আর সিঙ্গেল রুমে একজন হলে ১৫ হাজার ৪৯০ টাকা। এছাড়াও রয়েছে ছয় মাস বিনা সুদে ইএমআই কিস্তিতে পরিশোধ করার সুযোগ।  

প্যাকেজের বিস্তারিত জানা যাবে এই নম্বরগুলোতে 01777777881/ 882/ 883।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।