ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

তিন এয়ারলাইন্সকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
তিন এয়ারলাইন্সকে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি 

ঢাকা: আগামী ৭ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রাচ্যের তিন এয়ারলাইন্সকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  

বেবিচক সূত্র জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ওমান এয়ার, সালাম এয়ার ও গালফ এয়ারকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এসব এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।  

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে তিন এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছি।  

স্বাস্থ্যবিধি মেনে গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালুর পর শুরুতে শুধু বিমান ও কাতার এয়ারওয়েজকে অনুমোদন দেয় বেবিচক। এরপর কিছু দেশ প্লেন চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও নানা শর্তের কারণে এ পর্যন্ত মাত্র ১০টি গন্তব্যে ১২টি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
টিএম/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।