ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট মঙ্গলবার

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘ দিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এ ফ্লাইট পরিচালনা করছে বিমান।  

রিয়াদ থেকে ঢাকায় একমুখী যাত্রায় বিজনেস আসনে ৩০০০ ও ইকোনমি আসনে ২১৫০ সৌদি রিয়াল করে ভাড়া নিচ্ছে বিমান। বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।  

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।  করোনার কারণে গত মার্চ থেকে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে সৌদি আরবের সঙ্গে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।