ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করলো বেবিচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করলো বেবিচক বেবিচকের লোগো

ঢাকা: ঢাকায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রোববার (২০ সেপ্টেম্বর) বেবিচক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

 

করোনায় ছয় মাস ফ্লাইট বন্ধ থাকার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। বেবিচক সৌদি এয়ারলাইন্সকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতিও দিয়েছিল। এর একদিন পরই বেবিচক সৌদি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত বাতিল করলো।  
 
দেশে করোনার সংক্রমণ শুরু হলে গত মার্চ মাস থেকে সৌদি আরবের সঙ্গে নিয়মিত প্লেন চলাচল বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
টিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।