ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

রিয়াদ থেকে বিমানের চার্টার্ড ফ্লাইট ৩০ সেপ্টেম্বর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
রিয়াদ থেকে বিমানের চার্টার্ড ফ্লাইট ৩০ সেপ্টেম্বর  ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে আগামী ৩০ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকায় চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

 

বিমানের জনসংযোগ দপ্তর জানিয়েছে, দেশে ফিরতে আগ্রহী সৌদি আরব প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে ঢুকে নাম নিবন্ধন করতে হবে। বিমানের রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা মূল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকিট কিনতে পারবেন।  
ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।  

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে নিয়মিত প্লেন চলাচল বন্ধ থাকায় প্রবাসীদের দেশে আসা-যাওয়ার জন্য এ চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে বিমান।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।