ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

এভিয়াট্যুর

ইরানের আকাশসীমায় এমিরেটসের প্লেন, সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
ইরানের আকাশসীমায় এমিরেটসের প্লেন, সাড়ে ৩ কোটি টাকা জরিমানা ছবি: সংগৃহীত

ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় চার লাখ মার্কিন ডলার জরিমানা গুণতে হচ্ছে এমিরেটস এয়ারলাইনকে।

বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ এ জরিমানা করেছে। সূত্র: আল জাজিরা।

তবে পরবর্তী এক বছরের মধ্যে আর আকাশসীমা লঙ্ঘন না করলে বড় অংকের এ জরিমানার অর্ধেক মওকুফ করা হবে। যদিও জরিমানা মেনে নিয়েছে এমিরেটস।
 
ভবিষ্যতে এ ধরনের ভুল আর করবে না জানিয়ে এমিরেটস দাবি করেছে, নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য এমন জরিমানা সামঞ্জস্যপূর্ণ নয়।  

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক যে উত্তেজনা বিরাজ করছে। এমন সময়ে সে দেশের ওপর দিয়ে উড়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ ছিল। ভবিষ্যতে যাতে এমন ঝুঁকি এমিরেটস এয়ারলাইন না নেয়, সে কারণেই জরিমানা করা হয়েছে।  

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মার্কিন নাগরিকদের বহনকারী কোনও ফ্লাইট ইরান, ওমান উপসাগরের ওপর দিয়ে যেতে পারবে না। কারণ, ইরান ভুলক্রমে যাত্রীবাহী বিমানকে সামরিক বিমান মনে করে ভূপাতিত করতে পারে। আর তাহলে ঘটতে পারে অনেক প্রাণহানি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।