ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন গন্তব্য দুবাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন গন্তব্য দুবাই 

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই।   আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে বাংলাদেশের বেসরকারি খাতের এই উড়োজাহাজ সংস্থা।

 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ওই সংস্থা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, শুরুতে প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্যে নতুন এই রুট চালু করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।