ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রুয়েট বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রুয়েট বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে ১৮ নভেম্বর পর্যন্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রাজশাহী: ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে ১৮ নভেম্বর পর্যন্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে।  

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সংঘর্ষের আশঙ্কা থাকায় ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে র ঘটনা ঘটে। এতে একজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।    

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এসএস/এমএ 

**রুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, আহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ