চুয়াডাঙ্গা: হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষর জালের মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য শুকুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার তিতুদাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুকুর আলীর আবেদনের কারণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গত ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত শহরের গড়াইটুপি মেলা পরিচালনার অনুমতি দেয়। কিন্তু মেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার কারণে মুক্তিযোদ্ধাদের আবেদনের ফলে মেলা বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন।
পরে গত ৯ আগস্ট মেলার শেষ দিনে ইজারাদার শুকুর আলী হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির স্বাক্ষর জাল করে একটি ভুয়া পিটিশন আদেশ তৈরি করে সদর থানায় জমা দেন। ভুয়া ওই আদেশে মেলা আরো দুই মাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
এরপর বিচারপতির স্বাক্ষর জালিয়াতির ঘটনা জানাজানি হলে পুলিশ আওয়ামী লীগ নেতা শুকুর আলীসহ অজ্ঞাতপরিচয় আরো ৫০ জনের নামে মামলা করে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর