ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘আ’লীগ সরকার হিসেবে সফল হলেও দল হিসেবে ব্যর্থ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
‘আ’লীগ সরকার হিসেবে সফল হলেও দল হিসেবে ব্যর্থ’ বক্তৃতা করছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

ঢাকা: সরকার পরিচালনায় আওয়ামী লীগ সফল হলেও দল হিসেবে ব্যর্থতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ।

তিনি বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ সরকার হিসেবে সফল হলেও দল হিসেবে ব্যর্থ।

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে  ৯৬ হাজার ভোট পেয়েছে। যদি আওয়ামী লীগ প্রচার-প্রচারণায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের চিত্র দেশবাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারতো, তাহলে বিএনপি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামানত হারাতো।  
 
শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতা করছিলেন ওমর ফারুক চৌধুরী। সভার আয়োজন করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

ওমর ফারুক চৌধুরী বলেন, কুখ্যাত যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করার প্রতিবাদে বিএনপি-জামায়াত দেশজুড়ে শুরু করেছিল ব্যাপক গণহত্যা, বোমাবাজি, অগ্নিকাণ্ড ও লুটতরাজ। তারা বোমাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়িতে অগ্নিসংযোগ, বাস-ট্রেনে আগুন দেওয়া, বায়তুল মোকাররম মসজিদে পবিত্র কোরআন শরিফে আগুন, বৃক্ষনিধন, সড়ক কেটে ফেলার মত নাশকতা চালিয়ে একাত্তরের পাকিস্তানি হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল।
 
পত্র-পত্রিকা পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বিএনপি-জামায়াত প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে। তাদের হামলায় আহত হন প্রায় ২২ হাজার মানুষ। ওই সময় ১ হাজার ১৬২টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তারা ভাঙচুর করে প্রায় ২৬ হাজার ৩৭৪টি গাড়ি।  

তাদের এ তাণ্ডবের পরিবর্তে আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের ১০ জন চিন্তাবিদের একজন নির্বাচিত হয়েছেন। কূটনৈতিকভাবেও বাংলাদেশ সফল।
 
আয়োজক সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আবদুস ছাত্তার মাসুদ, আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ