ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

পাসপোর্ট ফিরিয়ে দেওয়া তারেক কীভাবে এখনও বাংলাদেশি?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
পাসপোর্ট ফিরিয়ে দেওয়া তারেক কীভাবে এখনও বাংলাদেশি? তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। ফাইল ছবি

টাঙ্গাইল: তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, তারেক রহমান তার পাসপোর্ট নবায়ন না করে সরকারের কাছে ফেরত দিয়েছেন। এখনও তিনি কীভাবে বাংলাদেশের নাগরিক? 

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।  

তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত।

সংবিধান অনুযায়ী তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিষয়টি নিয়ে কোনো বির্তক করা আদালত অবমাননার সামিল।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।  

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। তাকে যথাযথ চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও পাঠাবে সরকার, যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী এসময় আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।  

এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ