ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
শেখ হাসিনার আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে হুইল চেয়ার বিতরণ করছেন সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, শেখ হাসিনার সরকার দুঃখী মানুষের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, ৪০ দিন কর্মসূচি, টিআর, কাবিখাসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে।

রোববার (২২ জুলাই) বেলা ১১টায় নিজস্ব বাসভবনের উঠানে নীলফামারী জেলা সদরে ১৫টি ইউনিয়নের বিভিন্নপাড়া মহল্লায় স্বেচ্ছা তহবিল থেকে, হুইল চেয়ার, সেলাই মেশিন, বাইসাইকেল, রিকশা ও ভ্যান বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, কৃষক লীগের
সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় প্রমুখ।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করে ৬৪ পরিবারের মধ্যে ১৫টি হুইল চেয়ার, ২৯টি সেলাই মেশিন, ১৭টি বাইসাইকেল, দুইটি রিকশা ও একটি ভ্যান বিতরণ করা হয়। এসব মন্ত্রীর স্বেচ্ছা তহবিলের ১০ লাখ টাকা থেকে প্রকৃত অসহায়, শারীরীক প্রতিবন্ধি, বেকার নারী ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ