ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির মাহমুদুর নাটক’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
‘কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির মাহমুদুর নাটক’ সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ছবি: বাংলানিউজ

ঢাকা: কোটা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি মাহমুদুর রহমানকে নিয়ে নাটকে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলা যেমন সমর্থনযোগ্য নয়, তেমনি ছাত্রলীগের ওপর দায় চাপানোটাও সমর্থনযোগ্য নয়।

সোমবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘তাজউ‌দ্দিন আহমেদের ৯৩তম জন্ম‌বা‌র্ষিকী’ উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জো‌ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ মন্তব্য করেন।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহেব বড় বড় কথা বলেন আপনি বামপন্থী দল থেকে বিএনপিতে এসেছেন। আপনি আপনার নীতি-আদর্শ ভুলে গিয়ে ক্ষমতার লোভে বিএনপিতে এসেছেন। এরকম আরও অনেকের নাম বলা যায়, যাদের সমন্বয়ে বিএনপি।

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমরা যারা রাজনীতি করি এবং ভবিষ্যতে করবো তাদের সবার তাজউদ্দীন আহমেদের জীবনী থেকে অনেক কিছু শেখার আছে। তাজউদ্দীন আহমেদ ও তার সহচররা স্বাধীনতা অর্জন ও বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করতে যে অবদান রেখেছিলেন তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এসময় বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা সিদ্ধান্ত নেন, খালেদা জিয়া বড় নাকি বিএনপি। দুর্নীতিবাজ তারেক রহমান বড় নাকি বিএনপি। খালেদা জিয়াকে রক্ষা করবেন নাকি বিএনপিকে। আশা করবো আপনারা বিএনপিকে রক্ষার সিদ্ধান্ত নেবেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপ‌তিত্বে সভায় আরও উপ‌স্থিত ছিলেন- সাবেক বিচারপ‌তি শামসু‌দ্দিন চৌধুরী মা‌নিক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, অরুন সরকার রানা, সোনিয়া রেজা, শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ