ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

কাদেরের সঙ্গে বিকল্পধারার মান্নানের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
কাদেরের সঙ্গে বিকল্পধারার মান্নানের সাক্ষাৎ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান। 

রোববার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে ওবায়দুল কাদেরের ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়।  

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, এ সময় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।

সেখানে তিনি আধা ঘণ্টা সময় ছিলেন।
 
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে জোট গড়ে উঠছে এবং জোট মহাজোটের পরিধি বাড়ানোরও চেষ্টা চলছে। সেই প্রেক্ষাপটে মেজর (অব.) মান্নান দেখা করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে।  

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, মান্নান সাহেব আমাকে ফোন করেছিলেন। তাদের দল সমাবেশ করতে চায়-এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেন।  
গত ২৬ জুলাই সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং বিএনএ-এর সভাপতি নাজমুল হুদা।
 
এর আগে গত ২৪ জুলাই ওবায়দুল কাদের সিপিবি’র কার্যালয়ে যান। এ সময় তিনি সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসকে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ