ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

৯ দফা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
৯ দফা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের দাবি মেনে নিয়েছে সরকার। আন্দোলনের ৯ দফা দাবি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স প্রদান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ।

তোমাদের কাছ থেকে বড়দের শিক্ষা নেওয়া উচিত। আর যাপিত জীবনের সমস্যা সমাধানে সরকার তৎপর, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা সঠিক নয়।

‘অপেক্ষা করুন গণবিস্ফোরণ ঘটবে’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বুঝতেই চাইছে না যে শেখ হাসিনার সরকার এ সমস্যা সমাধান করে ফেলেছে। সমাধান করা সমস্যা নিয়ে তারা আবার তালগোল পাকাতে চাইছে। এসব করে লাভ হবে না, এভাবে রাজনৈতিক আন্দোলন হয় না।

তিনি আরো বলেন, বিএনপির রাজনৈতিক সমস্যা সমাধানের কোনো প্রস্তাব নেই। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, খুনের দায়ে বিচারাধীন আসামি তারেক রহমানসহ অপরাধীদের পক্ষে ওকালতি করা ছাড়া আর কোনো মাথাব্যাথা বিএনপির নেই।

এ সময় উপস্থিত ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) এসএম জামাল, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিম হোসেন ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ