ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
আ’লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ

ঢাকা: আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলানিউজকে জানান, ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন।

এ সময় ইনাম আহমদ চৌধুরীকে ফুলের তোড়া উপহার দেন প্রধানমন্ত্রী।

ইনাম আহমদ চৌধুরী এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে ওই আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন ইনাম আহমদ। তিনি বিএনপির সবশেষ কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান, তার আগের কমিটিতে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা।

ইনাম আহমদ গত নভেম্বরে ঢাকায় কারাবন্দি বিএনপি প্রধান খালেদা জিয়ার একটি জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানেও ছিলেন।

নভেম্বরের শেষ দিকে তিনি সিলেট-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে দেখা করেন। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়।

সিলেট-১ আসনে ধানের শীষের মুক্তাদিরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকা প্রতীকে লড়বেন বর্তমান সংসদ সদস্য মুহিতের ভাই সাবেক কূটনীতিক ড. এ কে এ আবদুল মোমেন।

২০১৩ সালে বিএনপির আন্দোলনের সময় একবার আটক করা হয়েছিল ইনামকে। তার এক ভাই ইফতেখার চৌধুরী সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আরেক ভাই প্রয়াত ফারুক আহমেদ চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিব। আর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তাদের ভগ্নিপতি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ