ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের সংসদীয় দলের বৈঠক বৃহস্পতিবার দুপুরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
আ’লীগের সংসদীয় দলের বৈঠক বৃহস্পতিবার দুপুরে

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) নতুন এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সংসদের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে বেলা ১২টায়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলীয় সব প্রার্থীকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

মূলত এই বৈঠকের মাধ্যমে দলীয় প্রধান সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং বৈঠকে সবার প্রস্তাবে একাদশ সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এরপর নতুন সরকারের করণীয় ও দলীয় এমপিদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ