ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

স্বাধীনতার ঘোষক শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
স্বাধীনতার ঘোষক শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঢাকা: সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিলেই কি স্বাধীনতার ঘোষক হওয়া যায়? আমিতো আমার এলাকায় বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছি তাই বলে আমি কি মহান ঘোষক হয়ে গেলাম। মনে রাখতে হবে ১৯৭১ সালে আঞ্চলিকভাবে অনেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তবে ঘোষক শুধু জাতির পিতা বঙ্গবন্ধু। আমরা কেবল তার পক্ষে তার কথা প্রচার করেছি।

রোববার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত নারী মুক্তিযোদ্ধা সম্মাননা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, যারা বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বা দেশের বিভিন্নস্থানে স্বাধীনতার ঘোষণা দেন তারা মুক্তিযুদ্ধের ঘোষক না।

মুক্তিযুদ্ধের ঘোষক একাধিক না, একজন। তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, বিএনপি নেতা ফখরুল আজ নিজে মুক্তিযোদ্ধা দাবি করেন। অথচ তারা মুক্তিযুদ্ধের বিরোধীতাকারিদের গাড়িতে পতাকা তুলে দেন। গত ১০ বছরে শেখ হাসিনা সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছেন তাই ফখরুল এখন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড ঢাকা উত্তর সভাপতি মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ, গাজী কামরুজ্জামান, নারী উদ্যোক্তা নুরুন্নাহার প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশের বিভিন্নস্থান থেকে আসা ১৭ জন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
ইএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ