তিনি বলেন, পিবিআইএল বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ইনভেস্টমেন্ট ব্যাংক। এর পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা।
প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান স্বতন্ত্র কোম্পানি হিসেবে যাত্রা শুরুর সাত বছরের মাথায় প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিবিআইএল) সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯০ কোটি টাকা।
পিবিএল’র সম্পদ ৬৯০ কোটি দাঁড়িয়েছে জানিয়ে তাবারক হোসেন ভূঁঞা বলেন, স্থায়ী সম্পদ, নিজস্ব পোর্টফোলিও, মার্জিন লোন, বিনিয়োগ আকারে এই সম্পদ আছে। এর মধ্যে মার্জিন লোন আছে ৫৫৫ কোটি টাকা এবং বিনিয়োগ আছে ১২৮ কোটি টাকা।
তিনি জানান, ২০১০ সালের ২৮ এপ্রিল একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে পিবিআইএল যাত্রা শুরু করে। গ্রাহকরা প্রতিষ্ঠানটি থেকে ইস্যু ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাডভাইজরি এবং আন্ডাররাইটিং সেবা পেয়ে থাকেন।
তিনি আরও জানান, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে এখন থেকে পিবিআইএল নামে সকলের সামনে তুলে ধরা হবে। গ্রাহক, ইস্যুয়ার এবং স্টেকহোল্ডারদের নিয়ে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্যে পিবিআইএল কাজ করে যাচ্ছে।
প্রাইম ব্যাংকের সিইও এবং পিবিআইএল’র পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বলেন, বিশাল প্রকল্পের বিনিয়োগ করা এখন ব্যাংকের পক্ষে সম্ভব হচ্ছ না। তাই পুজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার সময় এসেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) তানভির রিয়াজ, সিএফও এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার রায়হান আলী, হেড অফ রিসার্স সৈয়দ আদনান হুদা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসই/এমজেএফ