ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশ ব্যাংকের জিএম আনোয়ারুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
বাংলাদেশ ব্যাংকের জিএম আনোয়ারুল ইসলাম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন আনোয়ারুল ইসলাম। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-মহাব্যবস্থাপকের পাশাপাশি সহকারী মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন।

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন আনোয়ারুল ইসলাম। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে কাজ করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের এই শিক্ষার্থী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রির্পোটার হিসেবেও কাজ করেছেন।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।