ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, সিটি ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি সিটি ব্রোকারেজে শেয়ার মূলধন হিসেবে ১৩০ কোটি টাকা বিনিয়োগ করবে।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ২৩ শতাংশ শেয়ার; আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ১২ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানিটির।
সর্বশেষ অর্থবছরে শেয়ারহোল্ডারদের ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সর্বশেষ বুধবার (০৫ সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে ৩৩ দশমিক ৬০ টাকায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে সিটি ব্যাংক এ অর্থ বিনিয়োগ করতে পারবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমআই/এমএ