ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘সরকার ব্যালট থেকে জনগণকে আলাদা করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
‘সরকার ব্যালট থেকে জনগণকে আলাদা করছে’ ছবি: সুমন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার সুকৌশলে ব্যালট থেকে জনগণকে আলাদা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘মানুষ যেন ব্যালট ধরতে ভয় পায় তার চেষ্টা করে যাচ্ছে সরকার।



রোববার (০৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কমরেড আলাউদ্দীনের ১৩তম মৃত্যুবার্ষিকীতে 'বাম রাজনীতির অতীত ও বর্তমান' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে স্বপন স্মৃতি পরিষদ।

নোমান বলেন, ‘ব্যালট ছিঁড়ে সিল না দিয়েই গণনা করা হয় ইউপি নির্বাচনে। ’

নির্বাচন প্রক্রিয়ার নানা সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণের কর্তৃত্ব হচ্ছে ব্যালট। তবে, বর্তমানে জনগণের হাতে ব্যালট দেওয়া ও নেওয়া হচ্ছে না। ’

তিনি বলেন, ‘সরকার মুখে মুখে তৃণমূলের গণতন্ত্রের কথা বলে। আর বাস্তবে ছোটবেলার বায়স্কোপ দেখায়। ’

সরকার ঘুমের মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন নোমান। তিনি বলেন, ‘সরকার উপলব্ধি করতে পারছে না দেশের বর্তমান পরিস্থিতি কি?

নোমান বলেন, ‘বিশ্বের পত্রিকার দিকে তাকালে দেখা যায় আমরা পিছিয়ে পড়ছি। কিন্তু সরকার বিগ বাজেট দিয়ে নানা উন্নয়নের কথা বলছে। ’

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান সমস্যা জাতীয় সমস্যা। এই সমস্যার সমাধানে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তাহলে স্বাধীনতার স্বাদ সম্মিলিতভাবে উপভোগ করতে পারবো। ’

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এফবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।