ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

লোপাট হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করতে চায় বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
লোপাট হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা করতে চায় বিএনপি

ঢাকা: লোপাট হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (০৪ এপ্রিল) দুপুরে মতিঝিল কেন্দ্রীয় ব্যাংকে বিএনপির গবেষণামূলক একটি  প্রতিবেদন গভর্নরের নিকট জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থ জনগণের। জনগণের এই টাকা লোপাটে বিএনপি উদ্বিগ্ন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে এক্সপার্টদের দিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন তৈরি করিয়েছেন। এই গবেষণামূলক প্রতিবেদনটি গভর্নরের কাছে পৌছে দিয়েছি। আমরা আশা করছি এটি তারা পর্যবেক্ষন করলে দোষীরা ধরা পড়বে।

এ সময়ে তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি চিঠিও গভর্নরের কাছে দিয়েছি।

প্রতিবেদন জমা দেওয়ার সময় বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।