ঢাকা: এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই তারা মানুষকে তারা মানুষ মনে করে না।
রোববার (০১ মে) বিকেলে সোহরাওয়াদী উদ্যানে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন।
০১ মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল।
মহান মে দিবসে বিশ্বের শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।
এ জন্য বর্তমান ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান খালেদা জিয়া।
দুপুর দেড়টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তবে দুপুরের আগে থেকেই রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন শ্রমিকরা।
আয়োজক সংগঠন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন-বিএনপি স্থায়ী কমিটির বিদায়ী সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থল ছাড়াও ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজধানীর শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
**অধিকার আদায়ে মাঠে নামার আহ্বান খালেদার
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ০১, ২০১৬
এমএম/এমএ/এএসআর