ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

হাবিব-উন-নবী সোহেলের মুক্তির দাবিতে ময়মনসিংহে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
হাবিব-উন-নবী সোহেলের মুক্তির দাবিতে ময়মনসিংহে মিছিল

ময়মনসিংহ: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপি নেতা রতন আকন্দ, স্বেচ্ছাসেবক দল নেতা আতাহার তালুকদার রিপন প্রমুখ।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরুর সভাপতিত্বে আরেকটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।