ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানান তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন।

শোকবার্তায় খালেদা বলেন, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে তার বিচারিক জীবনে নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের একজন ন্যায়পরায়ণ বিচারক হিসেবে তার খ্যাতি দেশবাসীর মনে চিরজাগরুক থাকবে।

তার মতো একজন বিচক্ষণ বিচারকের পৃথিবী থেকে চিরবিদায় জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন খালেদা।

বিএনপি চেয়ারপারসন রুহুল আমিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বনামধন্য বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

ফখরুল বলেন, তার মৃত্যুতে দেশবাসীর মতো আমিও শোকাহত।

ফখরুল এম এম রুহুল আমিনের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭

এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।