ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

ঢাকা: দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (২৯ জানুয়ারি) রাত ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকের পর সব রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বানের পর এই বৈঠক ডাকলেন বিএনপি চেয়ারপারসন।

আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সার্চ কমিটির কাছে পাঁচ জনের নাম প্রস্তাব করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নামের তালিকা চূড়ান্ত করার বিষয়টি স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করবেন খালেদা জিয়া। এ ছাড়া চলমান রাজনৈতিক সংকট ও পরিস্থিতিতে বিএনপির করণীয় কী-সে বিষয়টিও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে।

** সার্চ কমিটিকে নাম দেবে বিএনপি!

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।