ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নতুন ইসির সঙ্গে বিএনপির সাক্ষাৎ বিকেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
নতুন ইসির সঙ্গে বিএনপির সাক্ষাৎ বিকেলে

ঢাকা: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির একটি প্রতিনিধিদল নতুন নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে।

সোমবার (২৭ মার্চ) বিকেল ৩টার পরে প্রতিনিধিদলটি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যাবে। দলের নেতৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলানিউজকে বিষয়টি জানান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, এই সাক্ষাৎ হবে কে এম নূরুল হুদার কমিশনের সঙ্গে বিএনপির প্রথম সাক্ষাৎ।

৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।