বুধবার (৩ মে) সকালে শহরের কামারপট্টি সড়কে মিছিল বের করে সংগঠনটি।
যুবদল নেতা-কর্মীরা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের কামারপট্টি সড়কে জেলা যুবদল কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা যুবদলের এ মিছিল কিছুদূর এগোতেই পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরে যুবদল নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সমাবেশ করে।
এ সময় জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, সদর উপজেলা যুবদল সভাপতি শওকত হোসেন খোকন মল্লিক, সাধারণ সম্পাদক আনিচুর রহমান পান্নু, শহর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান ফরাজী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক সরদার সাফায়াত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে প্রমাণ করছে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।
মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুবদল নেতারা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত সাংবাদিকদের জানান, সড়কে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি না থাকায় তাদের কার্যালয়ে ফিরে যেতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএস/এসআরএস/এএ