ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় যুবদল নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় যুবদল নেতা গ্রেফতার

রাজশাহী: বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে রাজশাহীর তানোর উপজেলা থেকে শরীফ উদ্দিন মুন্সি (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ আগস্ট) রাত ৮টার দিকে মান্দার চৌবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে তানোর থানা পুলিশ।

গ্রেফতার শরীফ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং জমসেদপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

এর আগে বিকেলে কটূক্তির ঘটনায় তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরু বাদী হয়ে  থানায় মামলা দায়ের করেন।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রাতে বাংলানিউজকে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রেজাউল ইসলাম বলেন, দুপুরে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন মুন্সি তার ফেসবুক পেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেন। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা হিরু বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শরীফকে গ্রেফতার করে।

বর্তমানে শরীফকে থানায় রেখে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। আগামীকাল বুধবার (০২ আগস্ট) সকালে তাকে এই মামলায় আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।