ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বৈঠকে খালেদা-সুষমা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
বৈঠকে খালেদা-সুষমা ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার (২২ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। 

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মইন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন।  
 
সূত্র বলছে, বৈঠকে দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

আলোচ্য বিষয় হবে রোহিঙ্গা সঙ্কট।

এর আগে দু’দিনের সফরে রোববার দুপুরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরে বিকেলে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দেন তিনি।  

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করেন সুষমা। রাতে বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।  

আরও পড়ুন>>
** 
রাতে খালেদা-সুষমা বৈঠক

সফর সূচি অনুযায়ী, সোমবার (২৩ অক্টোবর) সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুষমা স্বরাজ।  

এছাড়া তিনি ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন সুষমা।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
কেজেড/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।