ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

চাটখিলে ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
চাটখিলে ছাত্রদল নেতা গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে শাহ পরান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুই মামলায় ওয়ারেন্ট রয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে খিলপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ পরান খিলপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, দুই মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি শাহ পরান এতোদিন পলাতক ছিলেন। দুপুরে তিনি খিলপাড়া বাজারে অবস্থান করছেন জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।