ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

বিএনপি

বিএনপির নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
বিএনপির নির্বাহী কমিটির সভার সব প্রস্তুতি সম্পন্ন

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির প্রথম সভা শনিবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে দলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

৮ ফেব্রুয়ারিকে বিএনপি চেয়ারপারসনর খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে এ সভাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাজধানীর খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানে সকাল ১০টা থেকে শুরু হবে এ সভা, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সভাস্থলে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের রেজিস্ট্রেশন শুরু হবে সকাল সাড়ে ৮টায়। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সভায় যোগ দিতে সারাদেশ থেকে আসা দাওয়াতপ্রাপ্ত নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের পরিচয়পত্র সংগ্রহ করছেন।  
বৃহস্পতিবার থেকে এ পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে।  

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন নেতাকর্মীরা উদগ্রীব হয়ে রয়েছে, চেয়ারপারসন নেতাকর্মীদের উদ্দেশে কি দিক নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।