ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

যে কোনো পরিস্থিতি মোকাবেলার শপথ নিয়েছেন নেতারা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
যে কোনো পরিস্থিতি মোকাবেলার শপথ নিয়েছেন নেতারা জাতীয় নির্বাহী কমিটির সভায় বিএনপি নেতারা। ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজ

ঢাকা: বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ৮ ফেব্রয়ারি  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে। ওদিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আজকের নির্বাহী কমিটির সভায় শপথ নিয়েছেন দলের নেতারা। 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলু বলেন, নির্বাহী কমিটির সভায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করার সিদ্ধান্ত হয়েছে।

কেউ কারো বিরুদ্ধে যেন কোনো ক্ষোভ প্রকাশ না করেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করতে নেতারাও সবাই একমত হয়েছেন।

‘সভায় কিভাবে দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা যায় এবং অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় থেকে পরিত্রাণ পাওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে। ’

তিনি বলেন, নেতা-কর্মীরা শপথ নিয়েছেন- আগামী ৮ ফেব্রুয়ারি যে পরিস্থিতি আসুক না কেনো, শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের মধ্য দিয়ে তা মোকাবেলা করা হবে।

এর আগে সকালে দলীয় প্রধানন খালেদা জিয়া দিনভর বৈঠকের উদ্বোধন করেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এএম/পিএম/এসআইজে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।